এই মুহূর্তে জেলা

ঢাক বাজিয়ে পুজো দিয়ে প্রচার চুঁচুড়ায় লকেটের।


হুগলি, ৩০ মার্চ:- শীতলা পুজোয় ঢাক বাজিয়ে ওলাইচন্ডীতলায় পুজো দিলেন লকেট চট্টোপাধ্যায়।টোটোয় প্রচার করলেন চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড এলাকায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় শীতলা পুজোয় ঢাক বাজান।সেখান থেকে সাত নম্বর ওয়ার্ড ওলাইচন্ডীতলায় ওলাইচন্ডী পুজো দেন। বাৎসরিক ওলাইচন্ডী মাতার পুজো হয় এই সময়। সেখানে পুজো দিয়ে তিন নম্বর ওয়ার্ড ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন। কখনো পায়ে হেঁটে কখনো টোটোয় চেপে জনসংযোগ করেন। লকেট বলেন, প্রত্যেক বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে তার জন্য অনুরোধ করব। প্রয়োজনে নির্বাচন কমিশনকে আমরা জানাবো। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপির লাভ হবে, সংখ্যালঘু ভোট এবার বিজেপি পাবে বলেও দাবী করেন তিনি।