পূর্ব বর্ধমান, ৪ জুন:- এখন পর্যন্ত যা জানা যাচ্ছে উড়িষ্যার দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের কবলে পড়েছেন মন্তেশ্বর এলাকার প্রায় ২৫ থেকে ২৬ জন পরিযায়ী শ্রমিক ও মানুষজন। মন্তেশ্বর এলাকার উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনগ্রস্ত ট্রেন থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে বাড়ি ফিরলেন শনিবার রাত বারোটা পর্যন্ত মন্তেশ্বর গ্রামের ৭জন ও ভারূচার ১জন মন্তেশ্বর এলাকার দেওয়ানিয়ার পান্না হাজরা সহ ৩জন মোট ১১জন পরিযায়ী শ্রমিক। শনিবার রাত পর্যন্ত তারা মন্তেস্বরে ফেরা মাত্র মন্তেশ্বর ব্লকের বিডিও নিজে দাঁড়িয়ে থেকে তাদের চিকিৎসা সহ প্রত্যেককে খাবার হিসাবে ২৫ কেজি করে চাল হাতে তুলে দেন। গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া সহ অন্যান্য ব্যবস্থা করেন।
বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিক প্রসেন হাজরা, বাপি বাঘ, অভয় বাগ, বাবু মাঝি, প্রভাত হাজরা, বাসু পণ্ডিত, রবীন্দ্রনাথ দাসেরা চাষের ধান রোয়ার কাজে পরিযায়ী শ্রমিক হিসেবে চেন্নাই, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় প্রতি বছর যায়। শুক্রবারও মন্তেশ্বর গ্রামের উত্তর পাড়া সহ বিভিন্ন পাড়া থেকে বারোজনের একটি দল করমন্ডল এক্সপ্রেস ট্রেনে করে চাষের কাজে যাচ্ছিল উড়িষ্যার বালেশ্বর এলাকায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে প্রায় তিনজন আহত হয়, তাদের শরীরের বিভিন্ন অংশ আঘাত লাগে, উড়িষ্যার বালাসর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বাকিদের স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাসে করে খড়গপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তারপর তারা ট্রেনের মাধ্যমে হাওড়া ও সেখান থেকে বর্ধমান হয়ে মন্তেস্বরে ফিরে আসে।। মন্তেশ্বরের দেওয়ানিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক দুর্ঘটনার পর নিজে উদ্যোগে বাড়ি ফিরে আসে বলে জানা যায়।