প্রদীপ বসু, ২৮ মে:- বিবার বিকেলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল চাঁপদানিতে। এই এলাকার পীরতলা ঘাটের কাছে বিশালাকার এক প্রানীকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। পীরতলা ঘাটের কাছে গঙ্গার ধারে প্রায় ১০০ কেজি ওজনের ডলফিন জাতীয় প্রানীকে দেখতে প্রচুর মানুষ ভিড় করছে প্রানীটিকে দেখতে।তবে সে মৃত অবস্থায় জলের ধারে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে গেছে চাঁপদানি টিওপির জোনাল অফিসার বিশ্বজিৎ পাল ও অন্যান্য পুলিশ কর্মিরা। কোথা থেকে এল আর কিভাবে মৃত্যু হয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারল না। মৃত প্রানীটিকে উপরে এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেল।