হুগলি, ২৬ মে:- গত ২২ তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগের দিনই সাংবাদিক বৈঠক করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক ২৬ মে পাল্টা সভা করার ডাক দিয়েছিলেন। ওই দিন অসিতের হুমকি ছিল, শুভেন্দু ভদ্রতা দেখালে ২৬ তারিখ ভদ্রতা হবে, নচেৎ নয়। পাশাপাশি তিনি বলেছিলেন, “ব্যক্তিগত আক্রমণ হলে, প্রতিবাদ হবে, ভয়ঙ্কর প্রতিরোধ হবে!” প্রতিরোধ কি হয়েছে, তা বোঝা না গেলেও, ব্যাক্তিগত আক্রমনে শালীনতা ছাড়ালেন অসিত। শুভেন্দুকে নপুংসক বলার পাশাপশি তাঁর ক’টা বাবা, সেই প্রশ্নও তুললেন তিনি।
আগামী লোকসভা নির্বাচনের পর কোন বাবা শুভেন্দুকে বাঁচাবে সেটা দেখব বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে, বর্ধমানে একশোর বেশি চাকরি বিক্রি এবং হুগলি-চুঁচুড়া পুরসভায় টাকার বিনিময়ে ৩৫ জনের চাকরি দুর্নীতিতে অসিত জড়িত বলে সে দিন শুভেন্দু অভিযোগ করেছিলেন। সে বিষয়ে আগামী চার দিনের মধ্যে চুঁচুড়া আদালতে মামলা করা হবে বলে অসিত জানান। এ দিনের মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের শিশু ও নারিকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা ১০০ দিনের কাজের টাকা আটকানো, ধারে জর্জরিত সরকারের ২০ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন তৈরির বিরোধিতা করতেই ব্যস্ত ছিলেন।