পূর্ব বর্ধমান, ২৬ মে:- পূর্ব বর্ধমানের সাতগাছিয়া তাইকোন্ডো মার্শাল আর্ট ক্লাবের দুই সদস্য রামানন্দ শর্মা এবং শায়ক পাল লখনৌতে অনুষ্ঠিত ন্যাশনাল হাফকিডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এদের প্রশিক্ষক ডল ভট্টাচার্জ রূপ কমল নন্দী এবং মুন্না শর্মার প্রশিক্ষণের তারা এই সাফল্য পেয়েছে।
এ ব্যাপারে বলতে গিয়ে ডল ভট্টাচার্য জানান আমাদের ক্লাবের এই দুই সদস্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ায় আমরা অত্যন্ত খুশি এবং আমাদের এই ক্লাব থেকে প্রতিবছর বহু ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তেমনি এই অনুষ্ঠানটি গত ২০ শে মে থেকে 22 মে পর্যন্ত লখনৌর কেডিসিং বাবু স্টেডিয়ামে হয়েছিল। সেখানেই তাদের এই সাফল্যে খুশি স্থানীয় ক্রীড়া মোদী মানুষেরা।