কলকাতা, ৩০ নভেম্বর:- শাসক-বিরোধীর তরজায় বৃহস্পতিবারও উত্তেজনার পরিবেশ তৈরি হল বিধানসভায়। এদিন বিধানসভা শুরু হতেই বিজেপির তরফে বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “জেলে থাকা অবস্থায় কীভাবে রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক?” প্রশ্নকে ঘিরে তুমুল হইহট্টগোল শুরু হয় বিধানসভার অভ্যন্তরে। অবিলম্বে জ্যোতিপ্রিয়কে বরখাস্ত করতে হবে, এই দাবিতে এরপরই বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। পরে শঙ্কর ঘোষ বলেন, “একজন অভিযুক্ত মন্ত্রী কতখানি প্রভাবশালী যে জেলের ভেতরে থেকেও মন্ত্রিসভায় রয়েছেন। এই নিয়ে বিধানসভার অন্দরে প্রশ্ন করতে গেলে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। এর থেকেই তো স্পষ্ট এই সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত।”
শাসকদলের তরফে অবশ্য অতীতে বারে বারে অভিযোগ করা হয়েছে, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে। সাংগঠনিকভাবে মোকাবিলা করতে না পেরে সিবিআই, ইডি দিয়ে ভোটের মুখে বিরোধীদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফরের পর রাজ্যজুড়ে সিবিআই হানা নিয়ে এদিন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ। তাঁর দাবি, “এসব করে কোনও লাভ হবে না। বিজেপি এইভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ দিয়ে লড়াই হয় না। লড়াই হয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং সংগঠন দিয়ে। যত আমরা আক্রান্ত হব, তত আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নেব। বাংলায় কোথাও পায়ের তলার মাটি পাবে না বিজেপি।”