হাওড়া, ২৬ মে:- হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনি প্রেস কোয়ার্টারের ফাঁকা জায়গায় মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এলাকার স্থানীয় বাসিন্দারা ওই খুলিটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখেন।
খুলিটির মাথায় সিঁদুর লাগানো ছিল। তবে এটি কোনও তান্ত্রিকের ব্যবহার করা জিনিস কিনা বা অন্য কোথাও থেকে আনা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন খুলিটি দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। পুলিশকেও খবর দেওয়া হয়।