কলকাতা, ২৬ মে:- রাজ্য সরকার প্রতিবছরের মত এবারও মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেবে। আগামী ১ লা জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনিই কৃতিদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। প্রথমে ঠিক হয়েছিল, ৬ জুন, ধনধান্য স্টেডিয়ামে এই কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। তবে, পরবর্তীকালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজ্য সরকার।