কলকাতা, ২১ মে:- ক্রমশ মজবুত হচ্ছে বিরোধী ঐক্য। অখিলেশ যাদব, নীতিশ কুমারের পর বিজেপি-বিরোধী জোট নিয়ে আলোচনা করতে আগামী ২৩ মে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার টেবিলে বসছেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৩ টেয় কলকাতায় দুই মুখ্যমন্ত্রী মুখোমুখি হবেন বলে জানা গিয়েছে। শনিবার দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে দিল্লির আমলা বদলি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন্দ্রের অধ্যাদেশ আনার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে নিতীশ কুমার দিল্লির সরকারের পাশে থাকবেন বলে বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত দিল্লির আমলা বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে দিল্লির সরকার শেষ সিদ্ধান্ত নেবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, মোদি সরকার সর্বোচ্চ আদালতকে অমান্য করে সেই বিষয়ে নিজেরা অধ্যাদেশ এনেছে। সেই অধ্যাদেশটি লোকসভা ও রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে। কিন্তু লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই। এদিন নিতীশ কুমারের সঙ্গে এই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, নিতীশ কুমার আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন। একসঙ্গে লড়াই চলবে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী পরশুদিন অর্থাৎ ২৩ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে। কলকাতায় বিকেল ৩টেয় সেই বৈঠক হবে। ওই বৈঠকের পর আমি প্রত্যেক দলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের নৈতিক সমর্থন চাইব কেন্দ্রের অধ্যাদেশটি রাজ্যসভায় আটকাতে।’ সূত্রের খবর, মমতার সঙ্গে সাক্ষাতের পর অরবিন্দ কেজরিওয়াল আগামী ২৪ মে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং ২৫ মে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন।