হাওড়া,১২ ডিসেম্বর:- বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে অ্যাপে প্যানিক বাটনের ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।এবার থেকে দিনের যে কোনও সময়ে সমস্যায় পড়া মহিলাদের সাহায্য করতে এই ব্যবস্থা করল পুলিশ। রাস্তাঘাটে বেরিয়ে বা বাড়িতে সমস্যায় পড়লে মহিলারা এই বিশেষ বাটন প্রেস করলেই হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওই বাটনের মাধ্যমে ওই মহিলার মোবাইল নম্বর ও লোকেশন সমেত খবর পৌছে যাবে পুলিশের কাছে। সেখান থেকে তাঁকে সঙ্গে সঙ্গে ফোন করা হবে। এবং সব থেকে কাছে থাকা পুলিশ টিম তড়িঘড়ি পৌঁছে যাবে তাকে সাহায্যের জন্যে। একথা জানান হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী।
এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানান হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার ওয়াই রাঘুবংশী। তিনি বলেন, “গুগুল প্লে স্টোর” থেকে হাওড়া সিটি পুলিশের অ্যাপটি প্রথমে ডাউনলোড করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করার সময়ে মহিলাদের নিজেদের নাম, মোবাইল ফোন নম্বর, এবং বাড়ির ঠিকানা দিতে হবে। সেই তথ্য জমা হবে পুলিশ কন্ট্রোল রূমে। দিনে বা রাতে ২৪ ঘন্টাই সমস্যায় পড়লে মিলবে পুলিশি সহায়তা। এই বিষয়ে হাওড়ার নগরপাল তন্ময় রায়চৌধুরী বলেন, সম্প্রতি হায়দরাবাদে ঘটনার পরে মহিলাদের কিভাবে আরও বেশি সাহায্য করা যায় সেই ভাবনার ফসল এই অ্যাপ। এই অ্যাপের বিশেষত্ব হল একটি মাত্র বাটন। যা একবার মাত্র চাপলেই পুলিশের কাছে ওই মহিলার সাহায্যের আবেদনটি পৌঁছে যাবে। তিনি আরো বলেন, এই ধরনের সিঙ্গল ক্লিক হেল্প বাটনের অ্যাপ সারা ভারতে প্রথমবার চালু করল হাওড়া সিটি পুলিশ। এছাড়াও মহিলাদের নিরাপত্তায় এদিন হাওড়ায় শুরু হল অ্যান্টি রোমিও স্কোয়াড। উত্তর ও দক্ষিণ হাওড়ায় দুজন মহিলা আইপিএস অফিসারের নেতৃত্বে ৩০জন করে দুটি দল এই কাজ করবে বলেও জানান কমিশনার। যেসব জায়গায় ছাত্রীদের ও মহিলাদের ইভটিজিং এর সম্মুখীন হতে হয় সেই সব জায়গায় সাদা পোশাকে নজরদারি চালাবেন অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যরা। মহিলাদের সঙ্গে ঘটে চলা একের পর এক অন্যায়ের বিরূদ্ধে ব্যবস্থা নিতে হাওড়া সিটি পুলিশের এই জোড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সবাই।