এই মুহূর্তে জেলা

ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী কলেজ ছাত্রকে বেধড়ক মার ইভটিজারদের।

হাওড়া, ২১ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী এক কলেজ ছাত্রকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তরপাড়ার রাজা প্যায়ারী মোহন কলেজে। জানা গেছে, সেকেন্ড ইয়ার সেমিস্টারে পাঠরত দুই ছাত্রী এবং কলেজে একই ক্লাসে পাঠরত বিশাল মন্ডল নামের ওই ছাত্র তিন বন্ধু মিলে শনিবার যখন কলেজে আসছিল তখনই ওই দুই ছাত্রীকে কলেজ গেটের বাইরে অপেক্ষারত দুই যুবক অশ্লীল মন্তব্য করে। যদিও সে সময় কেউই তাদের কথার উত্তর না দিয়ে কলেজে চলে যায়। এরপর কলেজ থেকে ফেরার সময় ওই যুবকরা ফের ওই দুই ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে।

তখনই বিশাল দুই বন্ধু ছাত্রীর পাশে দাঁড়িয়ে ইভটিজারদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই নিয়ে বিশালের সঙ্গে ওই যুবকদের ঝামেলা ও হাতাহাতি শুরু হয়ে যায়। এই পরিস্থিতি দেখে তখনকার মতো কলেজ ইউনিয়নের এক সিনিয়র ঝামেলা ছাড়িয়ে দেয়। অভিযোগ, তখনকার মতো ইভটিজাররা সরে গেলেও তারা ফের এদের আটকায় হাওড়ার বালিঘাট স্টেশনে। সেখানে প্রায় একদল যুবক লাঠি, বাঁশ নিয়ে বিশালের উপর চড়াও হয়। দুই ছাত্রীকেও মারধর করে। রাস্তায় লোকজন থাকলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ। আক্রান্ত তিন পড়ুয়া বালি থানায় অভিযোগ জানাতে আসেন। কিন্তু ঘটনাস্থল রেল পুলিশের এলাকা হওয়ায় বালি থানায় অভিযোগ জানাতে প্রথমে তাদের কিছু সমস্যা হয় বলে অভিযোগ। পরে পুলিশ অভিযোগ নিলেও দুষ্কৃতীরা এখনও অধরা।