হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবার ডোমজুড়ে। স্থানীয় এক তৃণমূল নেতার উপরে অন্য গোষ্ঠীর লোকেরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ডোমজুড়ের পাকুড়িয়ায় এই ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাবুলাল ঘোষ নামের দলের এক কর্মীর বাড়িতে পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে অভিযোগ তুলে প্রথমে দুষ্কৃতিরা হামলা করে। খবর পেয়ে জ্যোর্তিকর্ম ঘোষ নামের স্থানীয় এক তৃণমূল নেতা সেখানে ছুটে আসেন।
এরপর ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ফেসবুক লাইভ করার সময় পাল্টা তাঁর উপরেও হামলা চালায় দুষ্কৃতিরা। সাইকেলের চেন, শাবল, রড প্রভৃতি নিয়ে আক্রমণের অভিযোগ ওঠে। দুষ্কৃতিদের হামলায় মাথা ফেটে যায় ওই তৃণমূল নেতার। আহত তৃণমূল নেতার অভিযোগ, দুষ্কৃতিরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। জ্যোর্তিকর্ম ঘোষ বর্তমানে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।