এই মুহূর্তে কলকাতা

শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শিবঘ্ননম দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ১ মে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক বিচারপতি শিবঘ্ননমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করে জারি করে।

গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শপথ নিয়ে প্রধান বিচারপতি জানান, তিনি সংবিধান অনুসারে ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করে যাবেন। তিনি বলেন, কলকাতা শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসুর মত বহুবিখ্যাত মানুষের জন্মস্থান কলকাতা। দেশের ঐতিহ্যবাহী এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে তিনি গর্বিত বলে জানিয়েছেন বিচারপতি শিবঘ্ননম। অনুষ্ঠানে অন্যান্য বিচারপতি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।