এই মুহূর্তে জেলা

গ্যাস লিক, আতঙ্ক ছড়াল বালিতে।

হাওড়া , ৭ আগস্ট:- গ্যাস লিকের জেরে আতঙ্ক ছড়ালো হাওড়ার বালিতে। শুক্রবার রাতে আচমকাই বালির নিবেদিতা সেতু ও বিবেকান্দ সেতুর নিচে থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে পাশে থাকা বিওএসি গ্রাউন্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি থানা ও বালি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। জানা যায়, ব্রিজের নিচে ওই জমিতে বহুদিন থেকেই একটি বন্ধ ঘরে রয়েছে অধুনা বিলুপ্ত গ্রেটার ক্যালকাটা গ্যাস এজেন্সির ভালভ রুম। তালাবন্ধ ঘরটি খুলতেই জানা যায় বহু পুরনো ওই ভালভ থেকেই কোনওভাবে বেরিয়ে আসছে রান্নার এলপিজি গ্যাসের তীব্র গন্ধ।

দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে বন্ধ করা হয় গ্যাসের ভালভ। কিন্তু তারপরও ওই ঘরের কাছাকাছি এলাকায় গ্যাসের গন্ধ ছড়াতে থাকায় ওই গ্যাস বিতরণ সংস্থার কর্মীদের খবর দেওয়া হয়। এলাকার বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় নিজে সেখানে পৌঁছে যান। ওই গ্যাস বিতরণ সংস্থার কর্মীরাও খবর পেয়ে সেখানে ছুটে আসেন। ভালভ বন্ধ করা হয়। ভবিষ্যতে যাতে এমন আর না হয় তার জন্য সংস্থাকে ব্যবস্থা নিতে বলা হয়। সতর্ক করে দেওয়া হয়।