এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে ওঠা অভিযোগের প্রায় সাড়ে চার লক্ষ নিষ্পত্তি।


কলকাতা, ৬ মে:- রাজ্যের পঞ্চায়েত দফতর আবাস যোজনা প্রকল্প নিয়ে ওঠা প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছে। এনিয়ে স্থানীয় প্রশাসনের অ্যাকশন টেকেন রিপোর্ট ইতিমধ্যেই সরকারের কাছে জমা পড়েছে।তবে এর মধ্যে ২ লক্ষেরও বেশি অভিযোগ নতুন করে খতিয়ে দেখতে বলা হয়েছে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানান গেছে। এই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট স্পষ্ট নয় বলেই নতুন করে পরীক্ষার পর ফের রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এর আগেই মুখ্যমন্ত্রীর দফতরে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগগুলি জমা পড়েছিল। রাজ্যের পঞ্চায়েত দফতর দেড় মাসের মধ্যে তা নিষ্পত্তি করে ফেলেছে। তবে ওই রিপোর্ট বিস্তারিত ভাবে পর্যালোচনার পর এই সাড়ে ৪ লক্ষের মধ্যে অন্তত ২ লক্ষ ৪৩ হাজার অভিযোগের নিষ্পত্তি সন্তোষ জনক নয় বলে মনে করা হয়েছে। তাই ব্লক গুলিকে আবারও তা খতিয়ে দেখতে বলা হয়েছে। আবাস প্লাসে উপভোক্তাদের অযোগ্য বলে বাতিল করার কারণ আরও পরিষ্কারভাবে উল্লেখ করতে বলা হয়েছে। পঞ্চায়েত দফতর থেকে ব্লকগুলিকে আরও নিখুঁতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে এই সংক্রান্ত সর্বাধিক অভিযোগ এসেছিল। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার ৫০ হাজারের কাছাকাছি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।