এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের কর্মীদের বছরে পাঁচ লক্ষের বেশি সঞ্চয় নয়, নির্দেশিকা জারি অর্থ দপ্তরের।

কলকাতা, ৬ মে:- কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আওতায় বছরে ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয় করতে পারবেন না। এই মর্মে রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে গতবছর রাজ্য সরকারে কর্মরত সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এবার রাজ্যের সর্ব স্তরের আধিকারিক ও কর্মীর জন্য এই ব্যবস্থা চালু হল। নিয়মানুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের মূল বেতনের ৬ শতাংশ টাকা জিপিএফ-এ জমার জন্য বেতন থেকে কাটানো বাধ্যতামূলক।

কিন্তু একজন সরকারি কর্মী চাইলে মূল বেতনের পুরোটাই জিপিএফ-এ জমা করতে পারেন। জিপিএফ-এ জমা টাকার ওপর সুদের হার গত দু‌’বছরের বেশিকাল ধরে ৭.১ শতাংশে স্থির রয়েছে। কিন্তু সুদের হার এখনও তুলনামূলকভাবে বেশি হওয়ায় সরকারি কর্মী ও আধিকারিকদের অনেকেই ৬ শতাংশের বেশি জিপিএফ-এ কাটান। এখন যে নিয়ম চালু হল তাতে বছরে ৫ লক্ষ টাকার সর্বোচ্চ সীমা পেরনোর পর জিপিএফ-এ জমার জন্য বেতন থেকে টাকা কাটা হবে না। তবে উচ্চ বেতনের কিছু আধিকারিক ছাড়া কেউই বছরে ৫ লক্ষ টাকার বেশি জিপিএফ-এ জমা দিতে পারেন না। ফলে, এই নির্দেশিকার প্রভাব সাধারণ কর্মীদের ওপর পড়বে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।