এই মুহূর্তে জেলা

দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ায়।

হুগলি, ১৩ এপ্রিল:- কলেজের প্রিন্সিপালের তৈরি করে দেওয়া কমিটি এবং কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গড়ে দেওয়া কমিটির সদস্যদের বিবাদ গড়াল সংঘর্ষে। হাওড়ার জগাছা থানা এলাকার ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কলেজের প্রিন্সিপালের তরফ থেকে তৈরি করা একটি কমিটি এবং তৃণমূল ছাত্র পরিষদের তৈরি করা অপর একটি কমিটির মধ্যে বিরোধ চরমে ওঠে। ওই দুই কমিটির সদস্যরাই একে অন্যকে মানতে না পেরে এই গণ্ডগোলের জড়িয়ে পড়ে বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের তৈরি করা কমিটির সদস্যদের অভিযোগ,

তাদের কিছুতেই প্রিন্সিপালের তরফ থেকে তৈরি করা কমিটির সদস্যরা মানতে চাইছে না। কলেজের প্রিন্সিপালের তৈরি করা কমিটির সদস্যরা তাদের মারধর করছে। ইউনিয়নে নিয়ে গিয়ে মারধর করা হচ্ছে। এরই প্রতিবাদ করায় এদিন তাদের উপর চড়াও হয় প্রিন্সিপালের তৈরি করা কমিটির সদস্যরা। যদিও প্রিন্সিপাল এই গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন কলেজ চত্বরে কোনও গণ্ডগোল হয়নি। যা গন্ডগোল হয়েছে তা কলেজের বাইরে। তবে এর সঙ্গে তিনি দলের কোনও গোষ্ঠী সংঘর্ষের বিষয় আছে একথা মানতে চাননি। এদিকে, এই ঘটনার জেরে কলেজ চত্বরে এদিন পুলিশ আসে। জগাছা থানা দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে।