এই মুহূর্তে জেলা

জন্মদিনের সঙ্গে বর্ষপূর্তি পালন কাঞ্চনের।

হুগলি, ৬ মে:- নিজের জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির দিনেও মানুষের সাথে মিশে মানুষের উন্নয়ন নিয়েই ভাবনা বিধায়ক কাঞ্চন মল্লিকের।আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ শুধু মমতা ব্যানার্জীর উন্নয়ন ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেখেই তৃণমূলকে ভোটে জেটাবে। পঞ্চায়েত ভোট নিয়ে এমনটাই জানালেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। এদিন তার জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির দিন। এই দিনটা উত্তরপাড়া বিধানসভার মানুষ ও দলীয় নেতা কর্মীদের সাথেই পালন করলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। এদিন কানাইপুর শাস্ত্রীনগর বিধায়ক কার্যালয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সাথে কেক কেটে নিজের জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেন কাঞ্চন মল্লিক। এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর আশীর্বাদ নিয়ে তার রাজনীতিতে আসা। প্রথম যখন ঠিক হয় তিনি উত্তরপাড়া থেকে তৃণমূলের হয়ে লড়বেন তখন প্রথমে ভেবেছিলেন এখানকার কিছু চেনেননা জানেননা কিভাবে কি করবেন।কিন্তু উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র তিনি প্রথমদিন এসেই মানুষের ভালোবাসায় ভেসে গিয়েছিলেন। এছাড়াও তাকে যোগ্য সহায়তা করেছে তৃণমূল দলের নেতা কর্মীরা। এরপর মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতে শুধু মানুষের উন্নয়ন নিয়েই ভেবেছেন।

তার বিধানসভা কেন্দ্রের আলো, জল, নিকাশি ব্যাবস্থা সব স্তরেই ব্যাপক উন্নয়ন হয়েছে। বিরোধীরা তিনি টিকিট পাওয়ার পর তাকে বহিরাগত আর কাজ করতে পারবেনা বলে অপপ্রচার করেছিল এই দুই বছর তিনি সব দিক থেকে মানুষের কাজ করে বিরোধীদের উত্তর দিয়ে দিয়েছেন বলে জানান বিধায়ক। এছাড়াও এদিন তিনি তার কর্মজীবন অভিনয় নিয়ে বলেন তার জীবনে অনেক খারাপ সময়ও এসেছে কিন্তু তিনি ভেঙে পড়েননি। একজন কৌতুক অভিনেতার চোখের জল শুধু তার বালিশ ও স্নানের জল এরাই দেখতে পায় বলে জানান বিধায়ক।বিধায়ক কাঞ্চন মল্লিক আরো বলেন একজন কৌতুক অভিনেতা হিসেবে তার কাজ শুধু মানুষের মুখে হাসি ফোটানোর সেটা তিনি অভিনয়ের মাধ্যমে আবার বিধায়ক হিসাবে মানুষের কাজ করে দুভাবেই করে চলেছেন। আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধায়ক বলেন সারা রাজ্যজুড়ে শুধু উন্নয়নের কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর মানুষের জন্য বহু উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছেন সেই সব সুবিধা মানুষ পাচ্ছে। আর আগামী পঞ্চায়েত ভোটে মানুষ সেগুলো দেখেই সব জায়গায় তৃণমূলকে জেতাবে। বিরোধীরা মানুষের জন্য ভাবেনা তাদের কাজ শুধু কুৎসা করা। এদিন নিজের ৫৩ তম জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির দিনেও তার কার্যালয়ে যত মানুষ বিভিন্ন কাজ নিয়ে এসেছেন সেগুলো হাসি মুখে করেছেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক।