এই মুহূর্তে কলকাতা

করোণা কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আংশিকভাবে খুলবে স্কুল।

কলকাতা, ৩১ জানুয়ারি:- রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আংশিকভাবে স্কুল খুলবে। একই সঙ্গে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কথা ঘোষণা করেন। তিনি জানান, ওই দিন থেকেই অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের জন্য স্কুল খুলে যাবে।

একইসঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে। প্রথম থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের এখনই স্কুলে ক্লাস শুরু হচ্ছে না। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য শিক্ষা দপ্তরের উদ্যোগে পাড়ায় স্কুল কর্মসূচীতে পঠন-পাঠন চলবে।