কলকাতা, ১ মে:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বুধবার মালদায় যাচ্ছেন। এই সফরকালে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার সেখানে পৌঁছে, মালদা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন।
জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের জেলার দলের জনপ্রতিনিধিরাও মালদার প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন। এরপরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আওতায় এক রাজনৈতিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্মসূচিতে থাকতে পারেন। আগামী পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন।