এই মুহূর্তে কলকাতা

কুস্তিগীরদের আন্দোলনে সমর্থনের তালিকায় এবার মমতা ব্যানার্জী।

কলকাতা, ২৮ এপ্রিল:- ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সি-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছেন কুস্তিগীররা। এবার বজরং পুনিয়াদের এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লির রাস্তায় বসে যাঁরা ধর্না দিচ্ছেন তাঁরা প্রত্যেকেই আমাদের দেশের এক একজন নামকরা ক্রীড়াবিদ। তাঁরা দেশকে ক্রীড়াক্ষেত্রে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করেছেন। তাঁদের এইভাবে ধর্নায় বসতে দেখে সত্যিই আমার খারাপ লাগছে। আমি আশা করব যাঁর বিরুদ্ধে ওঁদের অভিযোগ, তিনি তাঁর রাজনৈতিক প্রভাব যতই খাটানোর চেষ্টা করুন না কেন, আন্দোলনরত কুস্তিগীররা সুবিচার পাবেনই।

উল্লেখ্য, বজরং পুনিয়াদের এই আন্দোলনে ইতিমধ্যেই অনেক ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি সমর্থন জানানোর আগেই ঘোষণা করেছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুডা। এছাড় কংগ্রেস, সিপিআইএম এবং আপ নেতৃত্বও তাঁদের সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন আন্দোলনরত কুস্তিগীরদের। এবার সেই তালিকায় নাম উঠল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। প্রসঙ্গত ভূপিন্দার সিং বলেন, বজরং-ভিনেশরা এই একই ইস্যুতে গত জানুয়ারি মাসে যে আন্দোলন করেছিল, তখন ব্রিজ ভূষণ তাঁর রাজনৈতিক ক্ষমতা বলে ওই আন্দোলনকে প্রভাবিত করে স্তিমিত করে দিয়েছেলন। এবারও তাঁর ব্যতিক্রম হবে না। তবে কোনও মতেই বজরং পুনিয়াদের শেষ দেখে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী।