কলকাতা, ২৩ এপ্রিল:- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্যের আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ হল। এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। www.cmrf.wb.gov.in ঠিকানায় এই পোর্টালের মাধ্যমে ত্রাণ তহবিল থেকে সাহায্য পেতে অনলাইনে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ইংরেজির পাশাপাশি বাংলাতেও সমস্ত তথ্য মিলবে পোর্টালে। প্রশাসনিক সূত্রে জানা গেছে এতদিন জেলা সদর, নবান্ন বা কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে ত্রান তহবিল থেকে সাহায্যের জন্য আবেদনপত্র জমা করতে হতো। এবার থেকে মানুষ কোনও হয়রানি ছাড়াই আবেদন জানাতে পারবেন।মূলত ব্যয়বহুল চিকিৎসা বা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সমস্যা হলে এই সাহায্যের জন্য আবেদন করা যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোভিডের সময় থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য ই-মেলের মাধ্যমে আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু হয়। তখনই ত্রাণ তহবিল থেকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে পৃথক পোর্টাল চালুর বিষয়টি প্রশাসনের শীর্ষকর্তাদের মাথায় আসে। এর পাশাপাশি নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্যের বাসিন্দারা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা করাতে গেলে সেখান থেকে ফিরে এসে এই সাহায্যের জন্য আবেদন করতে পারতেন। নবান্নের এই নতুন উদ্যোগের ফলে এখন থেকে তাঁরা অনলাইনে সেখান থেকেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে যাবে একটি এসএমএস। তা থেকে আবেদনকারী নিশ্চিত হতে পারবেন যে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টির তত্ত্বাবধান হবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে। আবেদন পত্রের সত্যতা জেলা প্রশাসনকে দিয়ে যাচাই করিয়ে দ্রুত সাহায্য তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনে যদি কোনও ত্রুটি থাকে বা আরও নথির প্রয়োজন পড়ে, তাও জানিয়ে দেওয়া হবে আবেদনকারীকে।