এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে পালিত হল পবিত্র ঈদ, সামিল পৌরপ্রধান।

হুগলি, ২২ এপ্রিল:- চাঁপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র খুশির ঈদ উৎসবে মুসলিম ধর্মের মানুষদের শুভেচ্ছা জানান। তিনি বলেন সব ধর্মের মানুষের বাস এখানে। এখানে যেমন দুর্গাপূজা পালন হয় তেমনি হয় হোলি উৎসব পাশাপাশি ছট পূজাও।

সেই সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে। তিনি এদিন চাঁপদানির ১০ নং ওয়ার্ড এ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চেয়ারম্যান। সঙ্গে ছিলেন কাউন্সিলার, সি আই সি,প্রাক্তন কাউন্সিলার ও অন্যান্যরা।