এই মুহূর্তে জেলা

পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ বৈদ্যবাটির ২০ নম্বর ওয়ার্ডে।

হুগলি, ১৫ এপ্রিল:- গরমে পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই দিতে অভিনব উদ্যোগ নিল বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড।শনিবার বাংলা নববর্ষের দিনে ওয়ার্ডের অলি গলিতে পানীয় জন পৌঁছে দিতে ৩টে হাতে টানা জলবাহিত গাড়ির সূচনা করল ওয়ার্ড কমিটি। এ দিন একটি ঘরোয়া অনুষ্ঠানে জলবাহি ছোট গাড়ির সূচনা ও একটি পাম্প হাউসের উব্ধোধন করেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো।

ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ,সমর বাগচি,প্রবীর পাল ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হরিদাস পাল।এ বিষয়ে সুবীর ঘোষ বলেন, ১২ লক্ষ টাকা ব্যায়ে পাম্প হাউস চালুর ফলে এলাকার প্রায় ২ হাজার বাসিন্দা জলকষ্টের হাত থেকে নিষ্কৃতি পাবেন। হরিদাস পাল একের পর উদ্যোগ নিয়ে ওয়ার্ডে নানান পরিষেবা দিয়ে আসছেন।পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন, আম্রুত প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে।