প্রদীপ বসু, ১৫ এপ্রিল:- চাঁপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতালে সত্যনারায়ণ পুজোর আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ১লা বৈশাখের দিনে সকাল থেকেই হাসপাতাল সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছিল।পৌরকর্মী থেকে ওয়ার্ড কাউন্সিলারগন উপস্থিত হয়েছিল এই অনুষ্ঠানে। কিন্তু কেন এই আয়োজন।
এ ব্যাপারে পৌরপ্রধান জানান নতুন বছরে নতুন করে আবার ঢেলে সাজানো হচ্ছে স্পর্শ হাসপাতালকে।হাসপাতালে ভালো কাজ করতে গেলে বাধার সন্মুখীন হতে হচ্ছে তাই এই পুজোর আয়োজন। পাশাপাশি পৌরপ্রধান নতুন বছরের প্রথম দিনে চাঁপদানির আপামর মানুষকে শুভেচ্ছাও জানান।