এই মুহূর্তে জেলা

আহত ওবিসি মোর্চার সভাপতিকে দেখতে হসপিটালে সাংসদ।

সুদীপ দাস, ১৮ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতি জয়রাজ পালকে দেখতে বুধবার দুপুরে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। মঙ্গলবার জয়রাজকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বিজেপি সূত্রে খবর, এদিন বিজেপির শহিদ সন্মান যাত্রা উপলক্ষে মগরা থানার সামনে টেন্ট করা হয়। অভিযোগ দুপুরে সেই টেন্টের সামনে থেকেই তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতিরা জয়রাজ পালকে মারতে মারতে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যায়। রাতে মগরায় কুন্তি নদীর উপর পরে থাকতে দেখে জয়রাজকে চিনতেপারে স্থানীয়রা।

তাঁরাই চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে জয়রাজকে ভর্তি করে। খবর পেয়ে রাতে হাসপাতালে এসে পৌঁছন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতা কর্মীরা। বুধবার জয়রাজকে দেখতে হাসপাতালে আসেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, যুব সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। সাংসদ কথা বলেন জয়রাজের সাথে। এরপর বাইরে বেড়িয়ে তিনি বলেন বাংলায় বিজেপি করলেই তৃণমূলের শিকার হতে হচ্ছে। কিন্তু পুলিশ কোন ব্যাবস্থা নিচ্ছে না। মনে হচ্ছে আমরা আফগানিস্তান কিংবা অন্য কোন গ্রহে আছি। হাসপাতাল থেকর বেড়িয়ে সাংসদ এবিষয়ে কথা বলতে মগরা থানায় যান বলে খবর। যদিও জয়রাজকে মারার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।