হাওড়া, ১০ এপ্রিল:- শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো। যদিও প্রশাসন সূত্রের খবর এটা রুটিন বদলি। বর্তমানে শিবপুর থানার আইসি ছিলেন অরূপ কুমার রায় এবং হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। অরূপ কুমার রায়কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি’র ইন্সপেক্টর পদে বহাল করা হয়েছে এবং হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর পদে।
একইভাবে ঝাড়গ্রামের কোর্ট ইন্সপেক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়কে হাওড়ার শিবপুর থানার আইসি পদে আনা হয়েছে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সন্দীপ পাখিরাকে হাওড়া থানার আইসি হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, শিবপুরে রামনবমীর দিন এবং তার পরের দিন অশান্তির ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নিয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই শিবপুর থানা এবং হাওড়া থানার আইসি’কে বদল করা হলো। তবে, এটি সম্পূর্ণ রুটিন বদলি বলে প্রশাসন সূত্রের খবর।








