এই মুহূর্তে জেলা

পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে রাস্তা অবরোধ রিষড়ায়।

হুগলি, ১১ এপ্রিল:- রিষড়া কান্ডের পর কেটে গেছে নয় দিন।অভিযুক্তদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়।আজ সকাল ছটার পর স্থানীয় মহিলারা মৈত্রী পথ ও জিটি রোড সংযোগস্থল অবরোধ করে।তাদের অভিযোগ পুলিশ নিরপরাধদের ধরছে।রাতে তারা ঘুমাতে পারছে না পুলিশের ভয়ে।পুলিশি ধরপাকড় বন্ধ, ধৃতদের মুক্তির দাবীতে অবরোধে সামিল হন বাসিন্দারা।পরিস্থিতি সামাল দিতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বলেন।প্রায় ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।জিটি রোড অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।