হুগলি, ১০ এপ্রিল:- চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার বাসিন্দা চয়নিকা আঢ্য টিটাগড় পুরসভায় যোগ দিয়েছিলেন চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে। তাঁর অভিযোগ, অয়নকে টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি তিনি। এ বারে বিজেপির লিগাল সেলকে সঙ্গে নিয়ে তিনি সেই ঘটনার তদন্ত চেয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন। প্রসঙ্গত ২০১৯ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খেলার কোটায় টিটাগড় পুরসভায় চাকরি পেলেও যোগ দিতে না পারার অভিযোগ এনেছিলেন চুঁচুড়ার মহিলা চয়নিকা আঢ্য।
নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের দাবি মতো পাঁচ লক্ষ টাকা না দিতে পারায় সরকারি চাকরি থেকে দূরে সরে যেতে হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। অয়নের ভয়ে সে কথা কাউকে জানাতে পারেননি বলেও তিনি দাবি করেছিলেন। এরপরেই তাঁর বাড়িতে হাজির হন বিজেপির আইনজীবী সেলের এক প্রতিনিধি দল। তাঁরা চয়নিকার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেইমতো সোমবার আইনজীবী সেলের কয়েকজন সদস্যর সহযোগীতায় চুঁচুড়া থানায় অয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চয়নিকা। সেই অভিযোগ পত্রে চাকরি পাওয়া থেকে শুরু কি কারণে বেশিদিন যেতে পারেননি তার বিস্তারিত তুলে ধরেছেন তিনি। সেখানে অয়নের টাকার দাবি সহ পুরসভার তৎকালীন এক আধিকারিকের বিরুদ্ধেও লিখেছেন। এই ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।