এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হাওড়ার বেলুড়ে।

হাওড়া, ৬ এপ্রিল:- বেলুড়ে পুলিশের উপস্থিতিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বেরলো। বৃহস্পতিবার সকাল ৭টায় বেলুড় শ্রীহনুমান ভক্ত মন্ডলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুড় জি টি রোড হয়ে সালকিয়া হয়ে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে ওই শোভাযাত্রা রওনা দেয়। এদিন শ্রীহনুমান ভক্ত মন্ডল সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বেলুড় জি টি রোড থেকে সকালে ওই বিশাল শোভযাত্রা বের হয়।

হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রীতম জৈন, বি এল আগরওয়াল প্রমুখ।হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রাজাকাটরায় পঞ্চমুখী হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে ওই শোভাযাত্রা।