এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে অন্নপূর্ণা পূজোর উদ্বোধনে পৌরপ্রধান সুরেশ মিশ্রা।

প্রদীপ বসু, ২৯ মার্চ:- হুগলি জেলার চাপদানি ডালহৌসি জুটমিল লাগোয়া শ্রমিক আবাসনে মহাসমারহে পূজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। এই পুজোর শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র।

ছিলেন ডালহৌসি জুটমিলের অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও ডালহৌসি জুটমিলের প্রেসিডেন্ট রঞ্জন মহিন্তা, পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং সহ আধিকারিকগন।শ্রমিক মহল্লায় এই পুজোকে ঘিরে প্রতি বছরের মত এবারেও উৎসাহ চোখে পড়ল।পৌরপ্রধান তার বক্তব্যে জানান মা অন্নপূর্ণা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক।