কলকাতা,৭ ফেব্রুয়ারি:- ২০২৪ সালের মধ্যে কলকাতায় বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবারহের কাজ চালু হয়ে যাবে । এরপর ধাপে ধাপে জেলাতেও এই প্রকল্প চালু হবে কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। তিনি জানান, গ্যাস পৌঁছে দেওয়ার জন্য আসানসোল, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত পাইপ লাইনে এসে গিয়েছে। কেন্দ্রীয় সংস্থা গেইল ও গ্রেটার গ্যাস কর্পোরেশন মিলে তৈরি হয়েছে বেঙ্গল গ্যাস কর্পোরেশন।
যারা এ রাজ্যে পাইপলাইন বসানোর কাজ করছে। হলদিয়া থেকে পারাদ্বীপ পর্যন্ত এই গ্যাসের লাইনের প্রকল্পের কাজ চলছে। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার ওই সেখান থেকে কলকাতায় ওই লাইন আনার কাজ চলছে। কলকাতার মুকুন্দুপুর বাইপাস থেকে বজবজ পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসবে। ইতিমধ্যেই ১১টি পেট্রোল পাম্পে গ্যাস সরবারহ চালু হয়ে গিয়েছে। এরপর তা বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা চলছে।