কলকাতা, ২৮ মার্চ:- রাজ্য সরকার রেশন দোকানে গ্রাহক সংখ্যায় সমতা আনার উদ্যোগ নিয়েছে। কোনও রেশন ডিলারের আওতায় যাতে তিন হাজারের বেশি গ্রাহক না থাকে খাদ্য দফতর সে বিষয়ে উদ্যোগী হয়েছে। নতুন ডিলারদের লাইসেন্স প্রদান এবং রেশন দোকানে গ্রাহক সংখ্যার পুনর্বিন্যাসের মাধ্যমে গ্রাহক সংখ্যায় সমতা আনার কাজ করা হচ্ছে। রাজ্যের খাদ্যদফতর সূত্রে জানা গেছে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার আওতায় প্রায় ২০০০ দোকানকে চিহ্নিত করা হয়েছে, যাদের গ্রাহক সংখ্যার পুনর্বিন্যাস করা হবে। এছাড়াও ইতিমধ্যেই ২০০ জন নতুন ডিলারকে লাইসেন্স দেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যে ২১ হাজার রেশন ডিলারের অধীনে ৯ কোটি ২০ লক্ষের কাছাকাছি রেশন গ্রাহক রয়েছেন। নতুন ডিলারদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ডিলার পিছু গ্রাহক সংখ্যা ৩০০০ এর মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্য দফতর। এদিকে চোখের রেটিনা স্ক্যান করে রেশন গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যাচাই করে রেশন দেওয়ার প্রক্রিয়া ১ লা মার্চ থেকে পরীক্ষামূলকভাবে প্রতি জেলার পাঁচটি করে রেশন দোকানে চালু করা হয়েছে। খাদ্য দফতর ডিলারদের এই কাজের প্রশিক্ষণ দিচ্ছে।