এই মুহূর্তে কলকাতা

২৩ হাজার শিক্ষককে শোকজ, বেতন কাটার নির্দেশ।

কলকাতা, ২৫ মার্চ:- ১০ই মার্চের ধর্মঘটের দিন স্কুলে গরহাজির থাকায় রাজ্যের ২২ হাজার ৮৫৬ জন শিক্ষকশিক্ষিকাকে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। এক সপ্তাহের মধ্যে তাঁদের অনুপস্থিতির কারণ জানাতে বলা হয়েছে। পর্ষদ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি শোকজ করা হয়েছে নদিয়া জেলায়। এই জেলায় প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাতেও বহু শিক্ষকশিক্ষিকাকে পর্ষদের পক্ষ থেকে শো-কজ করা হয়েছে। ১০ই মার্চ ধর্মঘটের দিন যে সব শিক্ষকশিক্ষিকা স্কুলে অনুপস্থিত ছিলেন, তাঁদের তালিকা পর্ষদের কাছে পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন জেলার ডিআই বা বিদ্যালয় পরিদর্শকরা। সেই তালিকার ভিত্তিতেই ২৩শে মার্চ থেকে ২১টি জেলার শিক্ষকশিক্ষিকাদের শো-কজ করার প্রক্রিয়া শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ।

ধ‍র্মঘটের দিন শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা হাজির ছিলেন। তাই এই দুটি জেলায় কাউকেই শোকজ করা হয়নি। গরহাজিরা নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারলে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার। তাঁদের কর্মজীবন তথা সার্ভিস রেকর্ড থেকে ১ দিন বাদ দেওয়ার কথাও জানানো হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকজন শিক্ষকের একদিনের বেতন কাটার কথা জানিয়ে দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁদের নামের তালিকা অর্থ দফতরের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।