নিউ দিল্লি, ১৫ মার্চ:- পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দাম বাড়ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও! জবাব তোমায় দিতে হবে? নইলে গদি ছাড়তে হবে! এমনই স্লোগান তুলে আজ দিল্লীর পার্লামেন্টের বাইরে ও গান্ধী মূর্তির পাদদেশে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা,দেশে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম,এর জন্য মোদি সরকারকে দায়ী করে, আজ দিল্লিতে পার্লামেন্টের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে মূল্যবৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।
মোদি সরকার আচ্ছে দিন ও গরিবি হটাও এর নাম করে দিন দিন বাড়িয়ে চলেছেন পেট্রোল, ডিজেলের ও গ্যাসের দাম, আর এতে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ ও গরীব মানুষদের, এরই প্রতিবাদে আজ দিল্লিতে পার্লামেন্টের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজকের বিক্ষোভ প্রদর্শন বলে জানা গেছে। তাদের একটাই দাবি, এটাই কি মোদির আচ্ছে দিন! এটাই কি মোদির গরিবি হটাও! দিন দিন যেভাবে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে,তাতে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ ও গরীব মানুষদের, আর এই সাধারণ ও গরীব মানুষের চরম সমস্যার কথা ভেবে অবিলম্বে পেট্রোল,ডিজেল ও গ্যাসের দাম কমাতে হবে, আজ এমনই দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল সাংসদেরা। আজকের এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার একাধিক তৃণমূল সাংসদেরা।