এই মুহূর্তে কলকাতা

বেআইনি আর্থিক লগ্নী সংস্থা সারদার ৬৬টি সম্পত্তি নিলামের নোটিশ জারি।

কলকাতা, ১৪ মার্চ:- বেআইনি আর্থিক লগ্নি সংস্থা সারদা গোষ্ঠীর সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-সেবি ওই সংস্থা বন্ধ হওয়ার এক দশকে পর সংস্থার হাতে থাকা মোট ৬৬টি সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করেছে। যার মধ্যে অধিকাংশই ভূসম্পত্তি বলে জানা গিয়েছে। ওই সম্পত্তির বাজার মূল্য আনুমানিক ৩২ কোটি টাকা। গত বছর জুন মাসে কলকাতা হাইকোর্ট

ওই আর্থিক সংস্থায় লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্দ্যেশ্যে সেবিকে সারদা গোষ্ঠীর সম্পত্তি নিলামের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। এরপরেই এই নিলামের প্রস্তুতি শুরু হয়েছে। ১১ এপ্রিল নিলামের দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ আসাম এবং ওড়িশায় সক্রিয় সারদা গোষ্ঠী নিয়ম বহির্ভূতভাবে প্রায় ১১ লক্ষ লগ্নীকারির কাছ থেকে ৪০০০ কোটি টাকার বেশি তুলেছিল।২০১৩ সালের এপ্রিল মাসে ওই সংস্থা বন্ধ হয়ে যায়।