হুগলি, ১৩ মার্চ:- শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিতে নাম জড়ানো জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদত্যাগ সহ একাধিক দাবিতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকা হুগলি জেলা পরিষদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়। এ দিন ঘড়ির মোড় থেকে অভিযান শুরু হতেই প্রথম ব্যারিকেডে পুলিশ তাঁদের পথ আটকায়। বেশকিছু দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলার পর হঠাৎই মেজাজ হারায় পুলিশ। এরপরই শুরু হয় লাঠিচার্জ। লাঠির আঘাতে একাধিক যুব কর্মী জখম হয়েছেন বলে সংগঠনের দাবি। ঘটনার প্রতিবাদে ঘড়ির মোড়ের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করে ডিওয়াইএফআই।
টানা প্রায় ঘন্টাখানেক ধরে চলে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল জেলা পরিষদে গিয়ে তাঁদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদাণ করেন। ইতিমধ্যে আহত পাঁচ কর্মীকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের চোট গুরুতর খবর আসতেই অবস্থানরত কর্মীরা হাসপাতালে ছুটে যান। এরপরই অবরুদ্ধ ঘড়ির মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়। যদিও এ দিনের ঘটনায় প্রথমে পুলিশকেই আক্রমন করা হয় বলে কমিশনারেটের দাবি। ঘটনায় বেশকয়েকজন পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।