হাওড়া, ১১ মার্চ:- শুক্রবার গভীর রাতে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে একটি নির্মীয়মান বহুতলে আগুন লাগে। রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড এর কাছে ওই বিল্ডিং এর ছয়তলায় হঠাৎ আগুন লাগে। ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ ও বাঁশ। এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দেন। তাঁরাই মালিপাঁচঘড়া থানা এবং দমকলে খবর দেন। একে একে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।