এই মুহূর্তে কলকাতা

অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, জানালো রাজ্য।

কলকাতা, ১১ মার্চ:- রাজ্যে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী বলে রাজ্য সরকার জানিয়েছে। আগে যেখানে এই রোগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ থেকে ৯০০র মধ্যে থাকছিল এখন তা দৈনিক ৫০০ থেকে ৬০০র মধ্যে থাকছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তবে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় তৎপর এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। এরই মধ্যে দেশের নানা রাজ্যে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ মাথাচারা দিয়ে ওঠায় সরকার উদ্বিগ্ন। অ্যাডিনো ভাইরাস জনিত পরিস্থিতি এবং ইনফ্লুয়েঞ্জার গতি প্রকৃতির ওপর নজরদারিতে মুখ্য সচিবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

৮ সদস্যের টাস্কফোর্স এর সদস্যরা হলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষ, সাস্থ্য দপ্তরের ডিএম ই, ডি এইচ এস, ডক্টর সুকুমার মুখার্জী এবং ডক্টর গোপালকৃষ্ণ ঢালী। এই টাক্স ফোর্স প্রতিদিন সন্ধ্যায় পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মুখ্য সচিব জানান, এখনও পর্যন্ত নিউমোনিয়া ও অ্যাডিনো জনিত কারণে ১৯ টি শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ জন শিশুর কো মর্বিডি ছিল। এ রাজ্যে এই ভাইরাস পরীক্ষা অনেক বেশি করানো হচ্ছে বলে আক্রান্তের সংখ্যাও বেশি হচ্ছে বলেও মুখ্য সচিবের দাবী।