নবান্ন , ৮ সেপ্টেম্বর:- সম্প্রতি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর ডাংগিকুসুম গ্রামে মাওবাদী স্কোয়াডের কয়েকজন সদস্যর সঙ্গে পর্যটকদের মুখোমুখি হওয়ার যে ঘটনা ঘটেছে তা সাজানো বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে পুলিশ দিবসের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন পুলিশকে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পিছনে কারা রয়েছে তাও খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
অসামাজিক কাজ ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য রাজ্য সরকার আট বছর আগে যে প্যাকেজ তৈরি করেছিল তার আওতায় অনেক মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন বলে মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন। পাশাপাশি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার ২৪টি ব্লকে বর্তমানে যে সাড়ে পাঁচ হাজার জুনিয়র পুলিশ কনস্টেবল কর্মরত রয়েছেন তাদের পদোন্নতি করে পূর্ণ কনস্টেবল করে দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। অপরাধের তদন্তে তিনি সাইবার ক্রাইম ও স্পেশাল টাস্কফোর্স এর কাজে আরো বেশি গুরুত্ব দিতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন।