এই মুহূর্তে জেলা

হোলির আগে মর্মান্তিক ঘটনা হাওড়ায়।

হাওড়া, ৫ মার্চ:- অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে ভিতরে শ্বাসকষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোড নিমতলা এলাকায়। জানা গেছে, রবিবার ছুটির দিন থাকায় ট্যাঙ্কার চালক বুবাই সাউ নিজেই ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে বাঁচাতে ট্যাঙ্কারের ভিতরে নামেন খালাসি সুমিত কুমার সাউ।

এরপর দুজনেই ভিতরে অসুস্থ হয়ে পড়েন। এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দু’জনকেই উদ্ধার করে আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আরেকজন কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের নাম সুমিত কুমার সাউ। এক বছর ধরে গাড়ির খালাসি লাইনে কাজ করছিলেন তিনি। এমনটাই মৃতের পরিবার সূত্রের খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।