হাওড়া, ৫ মার্চ:- ‘কারও পোস্টার ছেঁড়া তৃণমূল কংগ্রেসের কালচার নয়। যদি কেউ করে থাকে অন্যায় করেছে। তার বিরুদ্ধে দলকে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অভিযোগ যদি সত্যি হয় তদন্ত করে যদি প্রমাণিত হয় দলকে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে। কারণ দল কারও পোস্টার ছেঁড়া কারও ব্যানার ছেঁড়া এই ধরনের নীতিতে বিশ্বাস করেনা।’ মধ্য হাওড়ায় বসন্ত উৎসবে এসে অকপট অরূপ রায়। এদিন অরূপ রায় আরও বলেন, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সকলকে শান্তিপূর্ণভাবে দোল পালন করতে হবে।
মধ্য হাওড়া তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে এক “বসন্ত উৎসব” এর আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়। কাসুন্দিয়া বকুলতলার সুধাংশুশেখর ভট্টাচার্য্য উদ্যানে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ভাস্কর ভট্টাচার্য, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব।