এই মুহূর্তে কলকাতা

বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে জার্মানিতে পুরস্কৃত হতে চলেছে বাংলা।

কলকাতা, ৫ মার্চ:- জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পুরস্কৃত হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য সরকারের হয়ে ওই পুরস্কার গ্রহণ করবেন। জানা গেছে ৭ মার্চ থেকে ৯ মার্চ বার্লিনে বিশ্বের অন্যতম বড় ওই পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হোটেল মালিক, ট্যুরিজম বোর্ডের সদস্য, ট্যুর অপারেটর-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা যোগ দেন এই মেলায়।

ITB- Berlin-এ এবারই প্রথম ৮ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। স্রেফ বিভিন্ন সেমিনারে অংশ নেওয়া নয়ই, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ রাজ্যে পর্যটনের সম্ভাবনার দিকগুলি তুলে ধরবেন প্রতিনিধি দলের সদস্যরা।