এই মুহূর্তে জেলা

হিন্দিতে কথা বলায় মিলল না ব্যাংকের গ্রাহক পরিষেবা, আন্দোলনে বাংলা পক্ষ।

প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- হিন্দি লিখতে বা বলতে না পারার জন্য চরম সমষ্যার মধ্যে পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈদ্যবাটি শাখার এক গ্রাহক। ব্যবসা করবে বলে এই ব্যাংকে আবেদন করেছিল বৈদ্যবাটি নার্সারি রোডের বাসিন্দা গনেশ প্রধান। কিন্তু ওই ব্যাংকে বারংবার গিয়েও কোনো সদুত্তর না পেয়ে ফিরে আসে। এর কারণ তিনি বাংলায় কেন আবেদন লিখেছেন আর কেনই বা হিন্দিতে কথা বলছে না। এরপর গনেশ বাবু বাংলা পক্ষের দ্বারস্থ হয়। বাংলা পক্ষের আধিকারিকেরা সব শুনে ওই গ্রাহককে নিয়ে নির্দিষ্ট ব্যাংকে আসে।ঘটনাস্থলে চলে আসে শেওড়াফুলি টি ও পির পুলিশ।

এ ব্যাপারে গনেশ প্রধান জানান আমাকে অনেকবার ঘুরিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দশ লাখ টাকা লোনের জন্য দরখাস্থ করেছিলাম। কিন্তু হিন্দি না জানার কারণে আমার লোন পাশ হল না। ব্যাংকে ডেপুটেশন দেওয়ার পর বাংলা পক্ষের হুগলি জেলা দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জি সাংবাদিকদের জানান আর বি আই থেকে বলা আছে যে যেখানে থাকে সেখানকার ভাষায় ব্যাংকে যে কোনো বিষয়ে আবেদন করা যাবে। আমরা ডেপুটেশন দিয়েছি। এরপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হব।