কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো ওই নির্দেশিকায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে, মহিলা মেডিসিন ওয়ার্ডে শিশুরোগ বিভাগ খোলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
পাশাপাশি, ভেন্টিলেটর ঠিকমতো কাজ করছে কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। হাসপাতালগুলিতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড় যেভাবে বাড়ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। অ্যাডিনো ভাইরাসের জন্য দায়ী দু’টি মারাত্মক স্ট্রেন হল, টাইপ ৩ এবং টাইপ ৭। বিসি রায় শিশু হাসপাতালে সংগৃহীত নমুনায় পরীক্ষায় এই দুটি স্ট্রেনের আধিক্য দেখা গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।