এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের পরেই কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, আশ্বাস শিক্ষামন্ত্রীর।

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত ভোটের পর রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। কলকাতার সংস্কৃত কলেজে আজ এক অনুষ্ঠানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন একই সময় রাজ্যের সমস্ত বিশ্ব বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। তবে এখন রাজ্য সরকারের অগ্রাধিকার পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পাদন করা। তবে পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুত ছাত্র সাংসদ নির্বাচন করা যাবে বলে তিনি আশাবাদী। ব্রাত্য বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কোনও দিন কথা হয়নি। আমরা বলেছি যে, ছাত্র নির্বাচন করব। একটা বিশ্ববিদ্যালয় ধরে তো হবে না। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়েই হবে। সামনেই পঞ্চায়েত ভোট রাজ্যে রয়েছে। এখন অগ্রাধিকারে পঞ্চায়েত ভোট। কেউ যদি বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করতে চান, করতে পারেন।যখন ছাত্র সাংসদ নির্বাচন হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একই টাইম জ়োনে হবে। হয়তো একই দিনে নয়। হয়তো দক্ষিণবঙ্গে এক দিনে হল। উত্তরবঙ্গে এক দিনে হল। পশ্চিমাঞ্চলে হবে এক দিনে।”

বৃহস্পতিবারও যাদবপুরে ছাত্র সাংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংগঠন ফেটসু। সেখানে সমাবর্তনের দিন রাজ্যপালের গাড়ি আটকেছিলেন ছাত্র সংগঠনের সদস্যেরা। ছাত্রভোটের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল ফেটসু ও এসএফআই। রাজ্যপাল সিভি আনন্দ বোস গাড়ি থেকে নেমে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। পরে দু’জন প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে ক্যাম্পাসেই কথা বলেন। জানিয়েছিলেন, বিষয়টি দেখবেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দাবি বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয়েও একই কারণে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। এই আবহে রাজ্যের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচনের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী।