কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- হাতির হানার জলপাইগুড়িতে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্য বনদফতরকেও। মমতার নির্দেশ আসার পরই রাজ্যের বনদফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি জলপাইগুড়ির জেলাশাসক ও বন দফতরের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেন। এর পরেই তিনি বলেন, ‘আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয় তার সব ব্যবস্থা করতে।’ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিজ্ঞপ্তি জারি করে ৮ দফা গাইডলাইন প্রকাশ করে বনদফতর৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বন্য হাতিসহ যে কোনও জন্তুর আক্রমণের মুখে যাতে পরীক্ষার্থীদের পড়তে না হয় তার জন্য বন সচিব বিবেক কুমার স্বাক্ষরিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাতিল করা হল বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি। বোর্ড পরীক্ষা চলার সময়ে বন্য হাতি অথবা বন্য প্রাণীদের মুখোমুখি যাতে না হতে হয় ছাত্রছাত্রীদের তার জন্য বনদপ্তর সবরকম ব্যবস্থা নেবে। দপ্তরের আধিকারিকরা জনসাধারণকে সচেতন করার জন্য কোন কোন এলাকা নিরাপদ নয় তা জানিয়ে মাইকিং করবে। পাশাপাশি বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তার পাশে অস্থায়ীভাবে গেট বসিয়ে দেওয়া হবে। ‘ঐরাবত’ নামে বিশেষ ধরনের যান নিয়ে বন দপ্তরের আধিকারিকরা এলাকায় টহল দেবেন। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা দিতে যাওয়ার জন্য জেলাশাসক, আঞ্চলিক পরিবহন আধিকারিক এবং জেলা স্কুল পরিদর্শকদের মধ্যে সমন্বয় রেখে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হবে। মুখ্য প্রধান বনপাল এবং মুখ্য বন্য প্রাণী সহায়ক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন নজর রাখবেন। সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে কিনা।