এই মুহূর্তে জেলা

ঘুসুড়ির নস্করপাড়ায় প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন।


হাওড়া, ২১ নভেম্বর:- হাওড়ার ঘুসুড়ির নস্করপাড়ায় মঙ্গলবার সকালে একটি প্লাস্টির ব্যাগ ও বস্তা তৈরীর কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্ষণিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়।

গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়। এলাকার রাস্তা ছোট হাওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যা হয়। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নাই।