হুগলি, ২১ ফেব্রুয়ারি:- হুগলি বর্ধমান সীমানা লাগোয়ায় পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় সাত সকালে শুট আউট।স্থানীয় সূত্রে জানা গেছে সকাল আটটা নাগাদ এক ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে দুস্কৃতিরা। বর্ধমানের দিক থেকে একটি গাড়িতে দুষ্কৃতিরা এসেছিল বলে জানা গেছে। স্থানীয়রা পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, একটি স্করপিওতে চারজন এসেছিল হুগলি বর্ধমান বর্ডারে
একজনকে গুলি করে পালানোর সময় নাকায় ধরা পরে একজন দুষ্কৃতি। গাড়িটি আটক হয়। বাকিরা পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাসী চলছে। কি হয়েছিল কেন গুলি করল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ছিনতাই এর উদ্দেশ্যে খুন!বিহারের গ্যাংএর একজন পাকড়াও পুলিশের নাকায়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম দেবিদয়াল কুন্ডু জানান বর্ধমান থেকে এই গাড়িটি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তি গাড়ির ড্রাইভার, নাম উদয় ভানু বিশ্বাস। বর্ধমান থেকে গাড়িটি ভাড়া করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল এবং মাঝ পথেই নামিয়ে ড্রাইভার কে গুলি করে দুষ্কৃতিরা।