এই মুহূর্তে জেলা

সরকারি কর্মচারীদের পেন-ডাউন কর্মবিরতি কর্মসূচি হাওড়াতেও।

হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ আজ থেকে দু’দিনের পেন-ডাউন বা কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ সপ্তাহের প্রথম দিনে গোটা রাজ্যের সঙ্গে হাওড়ায় একই চিত্র ধরা পড়েছে। ডোমজুড় বিডিও অফিস থেকে শুরু করে সাঁকরাইলের বিএলআরও অফিসে অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় কম। আজ এবং আগামীকাল এই দুদিন পেন-ডাউন কর্মসূচি অফিসে উপস্থিত থেকেই পালন করছেন ডোমজুড় বিডিও অফিসের কর্মচারী সংগঠন। অন্যান্য দিনে অফিস চত্বরে বহু মানুষের আনাগোনা থাকে এবং ভিড় থাকে। এদিন সেই তুলনায় ভিড় নেই। সাঁকরাইলের বিএলআরও এর দাবি, বাইরে ভিড় নেই।

সম্ভবত মানুষ সংবাদমাধ্যমে প্রচারের জন্য অনেকে ভেবেছেন কাজ হবেনা। তাই ভিড় কম। তবে আমরা মানুষেকে পরিষেবা দিচ্ছি। উপস্থিতির হার কর্মচারীদের ঠিকই আছে বলে তিনি দাবি করেন। এদিকে, ৩২টি সংগঠনের ডাকে বাংলা জুড়ে যে কর্মবিরতি বা পেন-ডাউন কর্মসূচি চলছে তাতে হাওড়া আদালতের সংগ্রামী কর্মচারী সংগঠনও সামিল হয়েছেন। এদিন দুপুর ১টা নাগাদ হাওড়া কোর্ট চত্বরে কর্মবিরতি রেখে প্রতিবাদ জানানো হয় মহার্ঘ ভাতার দাবিতে। প্রসঙ্গত, এই কর্মবিরতির মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। শনিবারই সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে খুব জরুরি চারটি কারণ ছাড়া কেউ আজ এবং কাল কিংবা আজ বা কাল কাজে যোগ না-দিলে তাঁর চাকরি জীবনে ছেদ পড়বে।